Friday, November 18, 2011

গালিবের ইচ্ছা অনিচ্ছা/ আবু হেনা মোস্তফা

যখন তিনি থাকবেন না
তখনো মেয়েরা অষ্টাদশী হবে,
এই কথা ভেবে গালিব খুব কষ্ট পেয়েছিলেন
এবং তিনি স্বর্গে যেতে অনিচ্ছুক ছিলেন এই
অযুহাতে যে,সেখানে কোন যুবতী হুরী নেই।
সকলেরই বয়স হাজার বছর

মৃত্যুর পরে আল্লাহ যখন তিরস্কার করবেন
যাবতীয় পাপের জন্য,তখন গালিব
স্থির করে রেখেছিলেন,বলবেন,
হে প্রভু,যেসব গুনাহ এখনো করতে পারিনি
তা করার জন্য আমাকে আরেকবার পৃথিবীতে যেতে দিন।

গালিব আমার প্রিয় কবি এবং
সেজন্য সবসময় বড় লজ্জ্বার ভেতরে থাকি
কেননা আমি কখনোই তার মত সাহসী হতে পারব না।

No comments:

Post a Comment